শ্যামনগরে বিজয়া দশমীতে ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশনের শারদীয় দুর্গা পুজার বিজয়া দশমীতে ব্যাক্তি ও প্রতিষ্ঠারে মধ্যে ফ্রি বৃক্ষ বিতরণ করা হয়।

বৃক্ষ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশনের সভাপতি ভীস্ম মন্ডলের সভাপতিত্বে রবিবার প্রতিমা বিসর্জন কালীন খোলপেটুয়া নদী ও নদীর উভয় পাড়ে ফলজ বনজ পাঁচ শতাধিক বৃক্ষ বিজয়া দশমীর দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, পদ্মপুকুর ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য স্বপন কুমার মৃধা, ব্যবসায়ী রবীন্দ্র নাথ মন্ডল, সমাজসেবক সনজীত কুমার মন্ডল, তাপস কুমার মন্ডল, সংগঠনের সহসভাপতি রুহিত দাস মন্ডল প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

রনজিৎ বর্মন, শ্যামনগর প্রতিনিধি