চিরিরবন্দর পলাশবাড়ীতে ঐতিহ্যবাহী পলাশ গাছের চারা রোপন

দিনাজপুর চিরিরবন্দরে পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন ও সাইতাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার পলাশবাড়ীতে পলাশ গ্রামের দুই কি:মি রাস্তায় ঐতিহ্যবাহী ১ হাজার পলাশ গাছ রোপন অভিযানে আজ সোমবার সকালে উপজেলার ৮ নং সাইতাড়া ইউনিয়ন অফিসের সামনে পলাশ গাছ রোপন কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী।

এ সময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিনিয়র এসিসটেন্ট সেক্রেটারী মো: মাসুম আহমেদ, সাইতাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোকারম হোসেন, আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি মো: শাহাজাহান সরকার,ইউপি সদস্য এনামুল হক,শাহীন ইসলাম প্রমূখ।

এর আগে সাইতাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান মো: মোকারম হোসেনের সভাপতিত্বে পলাশবাড়ী গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহিত মতবিনিময় সভা মিলিত হয়। এ সময় প্রধান অতিথী মো: গোলাম রব্বানী তার স্বাগত বক্তেব্য বলেন, এ আয়োজনের উদ্দেশ্য শুধু এক হাজার চারা রোপন করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর মধ্য দিয়ে আমাদের সামাজে তৈরী হবে গাছের প্রতি এক ধরনের মমতা। যা তরুন সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে।

এ অয়োজনের সাথে স¤পৃক্ত দশজন তরুনও যদি তার নিজের বাড়িতে, বা এলাকায় এ কাজটি শুরু করে তাহলে এ ধরনের কর্মসূচি আরো দশগুন বেগবান হবে। অর্থ্যাৎ আরো দশটি গ্রাম বা শহরে একশজন একাজে সম্পৃক্ত হবে।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি