অবশেষে বদলে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ীর নাম

শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জান্নাতুল ফেরদৌস এভ্রিলকে বিজয়ী ঘোষণা করা হলেও এ নিয়ে সকলের মনেই ছিল নানা দ্বন্দ্ব। অবশেষে বদলে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ীর নাম। জান্নাতুল নাঈম এভ্রিল এভ্রিলকে ‘অযোগ্য’ ঘোষণা দিয়ে নতুন জনের নাম প্রকাশ করতে যাচ্ছে প্রতিযোগিতার যৌথ আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। এমনটাই নিশ্চিত করেছেন অন্তর শোবিজসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।

নতুন বিজয়ীর নাম ঘোষণা করতে আগামীকার মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে আয়ােজকরা তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। এদিকে, গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ঘোষণা করা হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নাম। এরপর থেকেই আলোচনায় আছে পুরো আয়োজনটি। চূড়ান্ত অনুষ্ঠানে জন্মেছে নানা বির্তক। প্রথমে সেসময় শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা জানান, তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ! পরে জান্নাতুল নাঈম এভ্রিলকে বিজয়ী ঘোষণা করা হয়।

গণমাধ্যমের বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে বলা হয় যে, এভ্রিল ছিলেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের পছন্দ। বিচারকের কাছ থেকে প্রাপ্ত নম্বরের তোয়াক্কা না করেই এভ্রিলের নাম ঘোষণা করা হয়েছে।

কিন্তু এই বিষয়টি অতোটা গুরুত্ব না পেলেও আলোচনা ও বিতর্ক উঠেছে তুঙ্গে যখন এভ্রিলের বিয়ের খবর ফাঁস হওয়ার পর। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগীতার অন্যতম শর্ত ছিল, প্রতিযোগীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। কিন্তু এভ্রিল বিবাহিত এবং ওর বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এছাড়া এই ঘটনার সত্যতা মেনে নিয়েছেন এভ্রিয়ের মা রেজিয়া বেগম। এভ্রিয়ের মা রেজিয়া বেগম জানান, বিয়ের সময় তার মেয়ে অনেক ছোট ছিল এবং বিয়ের ব্যাপারটা সে বুঝতে পারেনি। তার মা এ দাবি করলেও বিয়ের আসরে এভ্রিলের হাসিমুখের ছবি ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে। যা প্রমাণ করে যে, বিয়েতে তিনি রাজিই ছিলেন। যদিও সে সময় তার বয়স ছিলো খুবই কম। তখন তিনি এসএসসি পরীক্ষাও দেননি।

এভ্রিলের মা আরো জানান, বিয়েটা ভেঙে দেয়ায় তার বাবা তাহের মিয়া মেয়ের উপর প্রচণ্ড রাগ হন। এ পর্যায়ে এভ্রিল কক্সবাজারে তার ভাইয়ের কাছে চলে যান এবং সেখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় চলে আসেন। এমন অবস্থায় বিজয়ী হিসেবে এভ্রিরের নাম ঘোষণার পর থেকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে আয়োজকরা। তাই সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। একাধিক সূত্রে জানা গেছে, আয়োজকরা এভ্রিলের পরিবর্তে এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করতে চলেছেন। তবে জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবার বিজয়ী ঘোষিত হলেও তিনি এ মুকুট পাবেন না। কেননা অন্তর শোবিজের চেয়ারম্যানের ঘোষিত ফলই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।