দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বর্তমানে ধর্মীয় উগ্রবাদ বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শনিবার বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ সব কথা বলেন। তিনি বলেন, ‘মানবতাই ধর্মের শাশ্বত বাণী। কোনো ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ সমর্থন করে না। উগ্রবাদ অসহিষ্ণুতার জন্ম দেয়, সামাজিক শৃঙ্খলার বিঘ্ন ঘটায়।’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, ‘ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আসার আহ্বান জানায়, অন্যায় ও অসত্য থেকে দূরে থাকতে ও মানবতার মুক্তির পথ দেখায়।’ রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐহিত্য। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে লালন করতে হবে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন সুসংহত করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, সংসদ সদস্য, কয়েকটি দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার পত্নী রাশিদা খানম বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।