ফোন হারালে বা চুরি হলে আপনার করণীয়
বর্তমান সময়ে খুবই সাধারণ একটি ঘটনা ফোন হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া। তবে ফোনটি যদি হয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত, তাহলে কিছু উপায় অবলম্বনের মাধ্যমে সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে।
অ্যান্ড্রয়েড ফোন হারালে বা চুরি হলে আপনার করণীয়
এয়ারড্রয়েড : এই অ্যাপটিও হারানো বা চুরি যাওয়া ফোন ট্র্যাক করার ক্ষেত্রে বেশ কার্যকর। এর মাধ্যমে ফোনের ক্যামেরা ব্যবহার করে ফোনটি কার কাছে আছে, সেটিও দেখে নেওয়া সম্ভব। গুগল প্লে স্টোরে AirDroid লিখে সার্চ দিয়ে অ্যাপটি পাওয়া যাবে। অন্যান্য অ্যাপ : এর পাশাপাশি গুগল প্লে স্টোরে রয়েছে আরও কিছু অ্যাপ যার সাহায্যে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া অ্যান্ড্রয়েড ডিভাইসের লোকেশন ট্র্যাক করা যাবে। এর মধ্যে Find My Lost Phone উল্লেখযোগ্য।
অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার : অ্যান্ড্রয়েড ফোনে যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার অ্যাপটি ইনস্টল করা থাকে এবং ইন্টারনেট সংযোগ চালু থাকে, তাহলে গুগল অ্যাকাউন্ট থেকে ফোনের অবস্থান ট্র্যাক করা সম্ভব। এ ছাড়া অ্যাপটির মাধ্যমে ফোন লক করে দেওয়া এবং তাতে থাকা সব তথ্য দূর থেকেই মুছে ফেলা যায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেওয়া যাবে।