মেরকেলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ হাসিনার

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর পদে জয়ী হওয়ায় অ্যাঙ্গেলা মেরকেলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবিরোধী অভিযান ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ আরও জোরালোভাবে কাজ করতে চায় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। গত ২৪ সেপ্টেম্বর জার্মানির ১৯তম নির্বাচনে টানা চতুর্থবারের মতো জার্মান চ্যান্সেলরের পদে জয়ী হন মেরকেল।

ন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]