দুবাইয়ের আকাশে উড়ন্ত ট্যাক্সি!
সব কিছু ঠিক থাকলে এটিই হবে বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি। দুবাইয়ের আকাশে উড়ল বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি। সোমবার বিকালে শহরের জুমাইরা বিচ এলাকায় দুই সিট বিশিষ্ট উড়ন্ত ট্যাক্সির প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন চালায় তারা।
দুবাই প্রশাসনের তথ্য ও যোগাযোগ দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, সড়ক ও যানবাহন কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্বে প্রথমবারের মত কোন ধরনের পাইলট ছাড়াই স্ব-নিয়ন্ত্রিত এ উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করা হবে। এছাড়া, উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে মানুষ এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করতে পারবে। এমনকি বিভিন্ন শপিং মলসহ শহরের অভ্যন্তরে নানা জায়গাও ভ্রমণ করা যাবে এর মাধ্যমে। পরীক্ষা চালানো প্রথম উড়ন্ত ট্যাক্সিটির জলপথে গতি ৩০ মিনিটে ৫০ কিলোমিটার এবং উড়ন্ত পথে ১০০ কিলোমিটার।
এ দিন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মুহম্মদের জন্য এর একটি পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করা হয়। এ পরীক্ষামূলক উড্ডয়নে যানটি ৫ মিনিটের জন্য ২০০মিটার ওপরে উড়ে বলে জানা যায়।