এনটিভিতে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ২য় গালা রাউন্ড
এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে নির্বাচিত হয়ে গেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের শীর্ষ ১০ প্রতিযোগী। বুধবার এনটিভিতে প্রচারিত হবে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ২য় গালা রাউন্ড।
লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ২য় গালা রাউন্ডে নির্বাচিত শীর্ষ দশ প্রতিযোগী নাচবেন থিয়েটারিকাল ডান্স। এরপর প্রচার হবে গ্র্যান্ড গালা রাউন্ডের ৩য় ও শেষ রাউন্ড ফ্যাশন শো। প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ দশ প্রতিযোগী হচ্ছেন রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম। এদের মধ্য থেকেই একজন অংশ নেবেন চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম মিস ওয়ার্ল্ডের মূল আসরে। এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর লাভেলো। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব প্রচার হচ্ছে রাত ১১.৩০ টায় এনটিভিতে। ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্র্যান্ড গালা রাউন্ড।
২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।