এক গানে একশ জন নাচের শিল্পী!

বিএফডিসির প্রশাসনিক ভবনের বিশাল সেট বানানো হয়েছে। সেখানে নানা রঙের পোশাক পরে নাচছেন অনেক মানুষ। মাইক্রোফোন হাতে তাদের নির্দেশনা দিচ্ছিলেন সৈকত নাসির। তার কাছেই জানা গেল এটি একটি মিউজিক ভিডিওর শুটিং সেট।

‘বাংলাদেশের বাংলা গান’ শিরোনামের গানটি লিখেছেন রাহুল বানজা। সুর করেছেন অম্লান। কণ্ঠ দিয়েছেন ফাহিম ইসলাম। গানের মডেল হয়েছেন মেঘলা ও তৃষণা। সেট ডিজাইন করেছেন বাসু, চিত্রগ্রহণে রাজু রাজ। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব আর পোশাক ডিজাইনে আছেন ইমন ও নওরিন।

সৈকত নাসির বলেন, ‘আর কিছুদিন পরেই সনাতন ধর্মাবলীদের বড় উৎসব দুর্গাপূজা। সেটিকে টার্গেট করে ভিডিওটি নির্মিত হচ্ছে। এতে আমরা একশ জন নাচের শিল্পী ব্যবহার করেছি।’

তিনি বলেন, ‘গানটির সেট থেকে শুরু করে মেকিংয়ের সব জায়গায় আমরা উৎসব ভাবটা রাখতে চেয়েছি, তাই সেট থেকে শুরু করে সব জায়াগায় রঙ্গীন ব্যাপারটা রাখা হয়েছে।’ শুটিংয়ের লাইটের আলোয় বেশ ঘেমে গিয়েছিলেন মেঘলা।

তিনি বলেন, ‘মাঝে পড়াশোনার কারণে বেশ কিছুদিন বিরতিতে ছিলাম। গানটি দিয়ে আবার কাজ শুরু করলাম।’

মিউজিক ভিডিওটি নির্মিত হচ্ছে ভিজুয়ালাইজারের ব্যনারে। গানটি প্রযোজনা করছে ডেডলাইন মিউজিক। ডেডলাইন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটি খুব শিগগিরই প্রকাশ করা হবে।