ছাত্রছাত্রীদের যৌন নিপীড়নের দায় প্রধান শিক্ষকের ৫৫ বছরের সাজা

ছাত্রছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে এক সরকারি স্কুলের প্রধান শিক্ষককে ৫৫ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ভারতের তামিলনাড়ুতে ছাত্রীদের ওপর যৌন নির্যাতন চালানোর দায়ে তাকে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার মাদুরাই জেলার একটি বিশেষ আদালত এই রায় দেয়।

পিছিয়ে পড়া গ্রাম পোধুম্বুর একটি স্কুলের প্রধান শিক্ষক এস আরোকিয়াস্বামী। তার বিরুদ্ধে, ৯১ জন ছেলে ও মেয়ের ওপর যৌন অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে খুদে পড়ুয়ারা তার লালসার শিকার হচ্ছিল ৷ তাকে সাহায্য করার অভিযোগও ওঠে ওই স্কুলের আরও দু’জন শিক্ষকের বিরুদ্ধে ৷ যদিও কোর্ট তাদের বেকসুর খালাস করেছে ৷

মাদুরাইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি শেষে বিচারপতি আর সন্মুগাসুন্দরম অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধি ও তামিলনাড়ুতে মহিলাদের উপর অত্যাচার রোধে আইন অনুযায়ী ৫৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেন ৷ একই সঙ্গে শিক্ষকের এরকম ঘৃণ্য কৃতকর্মের জন্য ৩.৪ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত ৷

বিচারপতি অভিযুক্তের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থ দোষীর নির্যাতনের শিকার ২২ জন ছাত্রীর মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ খুদে পড়ুয়াদের যৌন হেনস্থায় দোষীর এমন শাস্তি এদেশে নজির বিহীন বলেই জানাচ্ছেন আইনজীবীরা ৷