ছেলের অপমানের প্রতিশোধ নিলেন শেখর সুমন
কিছুদিন আগে শেখর সুমনের ছেলে অধ্যয়ণ সুমনকে ভালোই এক হাত নিয়েছিলেন কঙ্গনা রানৌত৷ বাবা হয়ে তাই ভিতরে ভিতরে ফুঁসছিলেন শেখর৷ কিন্তু এবার সুযোগ পেয়ে তিনিও পাল্টা এক হাত দেখিয়ে দিলেন।
ফের কঙ্গনা রানৌতকে সুযোগে পেয়ে নিজের ক্ষোভ ঝেড়ে নিলেন শেখর সুমন৷ ‘রাঙ্গুন’ রিলিজের পর নাম উল্লেখ্য না করে সমালোচনা করেছিলেন শেখর৷ আর এবার কঙ্গনার পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন তিনি৷ গত বছর শেখরের ছেলে অধ্যয়ণ সুমন কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কঙ্গনা নাকি তাকে “কালাজাদু” করেছিলেন৷ এছাড়া শারীরিক নির্যাতনও করতেন কঙ্গনা৷ এই নিয়ে কঙ্গনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অধ্যয়ণের ওজন ৯৫ কেজি৷ কঙ্গনার ৪৯৷ তিনি তাহলে কীভাবে অধ্যয়ণকে মারধর করবেন? এরপর থেকেই শেখর সুযোগের খোঁজে ছিলেন।
এবার বক্স অফিসে ভালোই সফল হয়েছে কঙ্গনার ‘সিমরান’৷ প্রথম ২ দিনেই ছবির আয় ৬ কোটি টাকা। তবে প্রচারের চেয়ে ফলাফল কিছুটা পিছিয়ে। তাই এই সুযোগে মনের ক্ষোভ উগরে দিলেন শেখর৷ ট্যুইটারে তিনি লেখেন- “এত হাঙ্গামা, এত চিৎকার চেঁচামেচি…ফল? পাহাড় খুঁড়ে শেষে ইঁদুর পাওয়া গেল।” যদিও এই প্রথমবার নয়৷ এর আগেও কঙ্গনার দিকে আঙুল তুলেছিলেন শেখর সুমন৷
উল্লেখ্য, এর আগে কঙ্গনাকে “কোকেনড অ্যাক্ট্রেস” লিখেছিলেন তিনি৷ তবে সমালোচনা যাতে না হয়, তাই তিনি এও লিখেছিলেন তিনি তো কারোর নাম করেননি৷