হৃতিককে কঙ্গনার বিষয়ে কথা বলতে রাকেশ রোশনের বারণ
বর্তমানে বলিউডের আলোচিত সমালোচিত নাম কঙ্গনা রানৌত। তবে অভিনয় নিয়ে নয়, প্রেম, পরকীয়া, নির্যাতন। কিন্তু এই আলোচনা-সমালোচনা থেকেই হৃতিক রোশনকে বিরত থাকতে বললেন বাবা রাকেশ রোশন।
বলিউডে হৃতিক রোশন ও কঙ্গনা রানৌতের প্রেম নিয়ে কম কাদা ছোঁড়াছুড়ি হয়নি। আদৌ তাঁদের মধ্যে প্রেম ছিল কি না, এ নিয়েও একপক্ষ ঘণ্টার পর ঘণ্টা তর্ক চালিয়ে যেতে পারবেন। অনেকে আবার কঙ্গনার পক্ষ নিয়ে হৃতিককে ধুয়ে সাফ করে দিচ্ছেন এক নিমেষে। কঙ্গনা বা হৃতিককে কোনো উপলক্ষে সামনে পেলেই তাঁরা ছুড়ে দেন তির্যক সব প্রশ্ন। আর এ জন্যই হৃতিক এখন খুব সতর্ক হয়ে গেছেন। কঙ্গনাকে নিয়ে জনসম্মুখে তিনি কোনো কথা বলেন না। আর এ পরামর্শ তাঁকে দিয়েছেন বাবা রাকেশ রোশন।
অভিনেতা ও নির্মাতা রাকেশ রোশন ছেলে হৃতিকের ভাবমূর্তি রক্ষার জন্য সর্বদাই খুব সজাগ। এজন্য হৃতিককে তিনি কঙ্গনার বিষয়ে কোনো মন্তব্য করতে কড়াকড়ি ভাবে বারণ করে দিয়েছেন। এমনকি কেউ নিজে থেকে তাঁর কাছে কিছু জানতে চাইলেও যেন তিনি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেন সে কৌশলও শিখিয়ে দিয়েছেন। আর বাপ-বেটার ভেতরকার এ কথাটি ফাঁস করে দিয়েছেন রাকেশেরই এক কাছের লোক। কারণ বলিউডে কয়েক দশক ধরে তারকা জগতে কেউ কারও সঙ্গে ঝামেলায় জড়ালে জনসমক্ষে সে বিষয়ে কথা বলেন না। কিন্তু সরাসরি কিছু বলতে না পারার দুঃখে আজকাল অনেক তারকাই ক্ষোভ ঝাড়ার জায়গা হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করেও খবরের শিরোনাম হয়ে যাচ্ছেন তারকারা।
তবে একটু খেয়াল করলেই দেখা যায় কোনো অনুষ্ঠানে কঙ্গনার প্রসঙ্গ থেকে কতটা কৌশলে বেরিয়ে পড়েন হৃতিক। বাবা রাকেশ রোশান যে ছেলের ভালোই ক্লাস নিয়েছেন তা বুঝতে আর বাকি নেই কারো।