বাংলাদেশের সাথে চুক্তি করতে রাজি হয়েছে মিয়ানমার
চাল রফতানির চুক্তি করতে ঢাকায় আসা মিয়ানমারের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে দফায় দফায় দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্তে পৌঁছে।
প্রতি টন মাত্র ৪৪২ মার্কিন ডলার মূল্য ধরে বাংলাদেশের কাছে এক লাখ টন আতপ চাল রফতানি করতে রাজি হয়েছে মিয়ানমার।সিদ্ধান্ত অনুযায়ী রোববার রাতেই চাল রফতানির বিষয়ে চুক্তির একটি খসড়া চূড়ান্ত করার বিষয়েও একমত হয়েছে দুই দেশ।সূত্রমতে, মিয়ানমার মাত্র ৪৪২ ডলারে বাংলাদেশের কাছে চাল রফতানি করতে রাজি হওয়ায় এখন পর্যন্ত চুক্তিকারী যে কোনো দেশের তুলনায় মিয়ানমারের প্রস্তাবিত মূল্যই হচ্ছে সর্বনিন্ম। এর আগে কম্বোডিয়া বাংলাদেশের কাছে প্রতি টন চাল রফতানি মূল্য ধরেছিল ৪৫৩ মার্কিন ডলার। এ হিসাবে মিয়ানমারের রফতানি মূল্য কম্বোডিয়ার তুলনায় ১১ ডলার কম।
তারা বাংলাদেশের কাছে রফতানি মূল্য চেয়েছে প্রতি টন ৪৬০ মার্কিন ডলার। কিন্তু শেষ পর্যন্ত দরকষাকষির মাধ্যমে দু’দেশই নিজেদের অবস্থান থেকে সরে গিয়ে একটা গ্রহণযোগ্য মূল্য স্তর নির্ধারণ করতে সক্ষম হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।