যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মিরে পাকিস্তানের হামলা
জম্মু-কাশ্মিরে ভারত-পাক সীমান্তে অরনিয়া সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে ভারতীয় এক নারী নিহত ও অন্য ৫ জন আহত হয়েছে। আজ (রোববার) সকালে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ ও মর্টার হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।
এর আগে গত শুক্রবার রাতভর আন্তর্জাতিক সীমান্ত বরাবর জম্মু জেলায় সামরিক চৌকি ও বেসামরিক বসতি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি বাহিনী। আজ বিএসএফের এক কর্মকর্তা বলেন, পাকিস্তানি সেনাবাহিনী আন্তর্জাতিক সীমান্ত বরাবর গত চার দিন ধরে এক নাগাড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে। এ সময় এক জওয়ান নিহত ও অন্য কয়েকজন আহত হয়।
শুক্রবার গভীর রাত থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা অরনিয়ার সাই, ত্রেভা ও জাবোওয়াল এলাকায় শুরু করে গুলিবর্ষণ। জবাব দেয় ভারতীয় সেনাও। ওই ঘটনায় একটি মন্দির, দুটি বাড়ি এবং তিনটি গোশালা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার জম্মুর জেলা কর্মকর্তারা সীমান্ত এলাকা পরিদর্শন করে সেখানকার বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিস্থিতি খারাপ হলে তারা অস্থায়ী আশ্রয়স্থলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
এদিকে, আজ দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানের ত্রেঞ্জ এলাকা ঘিরে ফেলে সামরিক বাহিনী ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে ওই অভিযান চালানো হয়। পুলিশ ওই এলাকায় ঢোকা এবং বেরনোর সমস্ত পথ ‘সীল’ করে দিয়েছে।