গণভোট আঞ্চলিক স্বার্থ নিশ্চিত করতে ব্যর্থ হবেঃ শামখানি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা এসএনএসসির সচিব আলী শামখানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের যে কোনো অবৈধ বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দেশটির নিরাপত্তাহীনতা আরো বাড়াবে। এ ছাড়া অখণ্ড এবং ফেডারেল শাসন ব্যবস্থাধীন ইরাকি সরকারকেই কেবল ইরান স্বীকার করে বলেও ঘোষণা করেন তিনি।

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের স্বাধীনতা নিয়ে পরিকল্পিত গণভোট প্রসঙ্গে আজ(রোববার) এ সব কথা বলেন তিনি। এ গণভোটের বিরুদ্ধে ইরানের বিরোধিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ পরিকল্পনা আঞ্চলিক স্বার্থ নিশ্চিত করতে ব্যর্থ হবে।

কুর্দি অঞ্চলের জন্য গণভোট নতুন হুমকি সৃষ্টি করবে উল্লেখ করে তিনি আরো বলেন, এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। পাশাপাশি তিনি বলেন, ইরাকের সংহতি ও ভৌগলিক অখণ্ডতা বজায় রাখার প্রয়োজনীয়তা প্রতি ইরানের ভূমিকা অপরিবর্তিত রয়েছে।

এ কৌশলগত নীতির কোনও পরিবর্তন হলে ইরান ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মধ্যে বিরাজমান সহযোগিতার ক্ষেত্রে গুরুতর পরিবর্তন ঘটবে বলেও জানান তিনি।