র‍্যাপিড রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন ইমন

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত র‍্যাপিড রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন। ৭ রাউন্ডে সর্বোচ্চ ৬ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে ইমন চ্যাম্পিয়ন, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী রানার্সআপ এবং ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন রবীন তৃতীয় হয়েছেন।

৫ পয়েন্ট করে পেয়ে চতুর্থ থেকে দশম হয়েছেন যথাক্রমে আবদুর রউফ, নাসিম হোসেন, আনোয়ার হোসেন দুলাল, মনিরুজ্জামান মনি, মো. হাসান, মো. সামসুল আলম এবং মেহেদী হাসান। রেটিং ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নজরুল ইসলাম ও মুরাদ হোসেন। নন-রেটেড এবং অনূর্ধ্ব- ১৬ ক্যাটাগোরিতে সেরা হয়েছেন যথাক্রমে জারিফ ফেরদৌস এবং আবতাহি আবরার।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অন্যতম উপদেষ্টা কবি আনোয়ার মজিদ। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেডিয়াস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাসান হাফিজুর রহমান, ন্যাশনাল পাবলিক কলেজের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মতিন এবং সাদাকালো ৬৪ এর সম্পাদক শামীম আকন্দ।

শুক্রবার উত্তরার ন্যাশনাল পাবলিক কলেজে দিনব্যাপী প্রতিযোগিতায় ১ জন ফিদে মাস্টার এবং ২ জন ক্যান্ডিডেট মাস্টার সহ ৫১ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।