পুলিশের নামে চাঁদাবাজি, আটক ৫
রাজধানীর উত্তরখানে চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পাঁচ ভুয়া পুলিশকে আটক করেছে উত্তরখান থানা পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলা নং-৯।
উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, রাসেল ও শাহজাহান নামে খিলক্ষেত এলাকার দুই ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয়। আটকৃকতরা হলেন ফারুক, কামাল, কামরুল, স্বপন ও মানিক। পলাতক দুজন। তারা হলেন রুবেল ও মর্জিনা।
ওসি বলেন, পুলিশ পরিচয় দিয়ে একটি প্রতারকচক্র বিভিন্ন সময়ে প্রতারণা করে আসছে। লোকজনদের ধরে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করে। আটক প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।