এলপি গ্যাস আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি

ভ্যাট আইন ১৯৯১-এর ধারা ১৪-এর উপধারা(১) এ প্রদত্ত ক্ষমতাবলে আয়রন বা স্টিলের তৈরি এলপি গ্যাস সিলিন্ডার আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট হতে অব্যাহতি প্রদান করা হলো। গত ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ কার্যকর করা হয়েছে।

এলপি গ্যাস সিলিন্ডার আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট (ভেল্যু এডেড ট্যাক্স) বা মূসক (মূল্য সংযোজন কর) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশে গ্যাসের চাহিদা বিবেচনায় রেখে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ক্রেতা পর্যায়ে সহজে গ্যাস পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।