ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লিস্টে’ সেরা পঞ্চাশে বিকাশ

সম্প্রতি ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লিস্টে’ সেরা ৫০টি কম্পানির তালিকায় স্থান পেয়েছে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সেরা ৫০টি কম্পানির মধ্যে বিকাশের অবস্থান ২৩তম।

ফরচুন তৃতীয়বারের মতো চেঞ্জ দ্য ওয়ার্ল্ডের এই বার্ষিক তালিকা তৈরি করেছে। মূলত তিনটি বিষয়কে মাথায় রেখে তালিকায় থাকা কম্পানিগুলোর মূল্যায়ন ও র‌্যাঙ্কিং করা হয়। এগুলো হলো সামাজিক প্রভাব, ব্যবসায়িক সাফল্য এবং উদ্ভাবনী শক্তি।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ফরচুনের ‘চেঞ্জ দ্য লিস্টের’ সেরা ৫০-এ বিকাশের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুবই আনন্দের। আমাদের স্টেকহোল্ডারদের কাছে এটি বাংলাদেশের ব্যাংকিং সুবিধাবহির্ভূত জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার সমন্বিত লক্ষ্যের চূড়ান্ত বাস্তবায়নের স্বীকৃতি।  ম্যাগাজিনটির মতে, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ২২ শতাংশ এখন বিকাশ ব্যবহার করে। প্রতিদিন গড় লেনদেনের সংখ্যা ৪৫ লাখ।

উল্লেখ্য, ২০১১ সালে কার্যক্রম শুরু হয় বিকাশের।