মুন্সীগঞ্জের মাজারে ২ নারীকে গলাকেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিট শিলমন্দী এলাকার বারেক ল্যাংটার মাজারে ২ নারীকে গলা কেটে হত্যাকান্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃত দুজন হলেন মাজারের খাদেম মাসুদ কোতয়াল (৫৫) ও এলাকারস্থানীয় বাবু সরকার (২৫)। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফাফিজুর রহমান এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত তাইজুনের পুত্র কফিলউদ্দিন অজ্ঞাত সংখ্যক আসামী করে মামলা রুজু করেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে হয়েছে। হত্যাকান্ডের কারন অনুসন্ধানের জন্য আসামীদের রিমান্ড আবেদন করা হবে। মামলার আইও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বুধবার মাজার এলাকা থেকে ৬ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। এদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, বাকি ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার বারেক ল্যাংটার মাজার থেকে মাজারের খাদেম আমেনা বেগম ও পীরের বোন তাইজুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি