বাংলাদেশে আশ্রয় নেয়া হাজার হাজার রোহিঙ্গা মুসলিমরা কারা?

মিয়ানমারে চলমান সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। গত ২৫শে অগাস্ট থেকে এ পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসেছে।

রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী মিয়ানমারের সেনাবাহিনী তাদের ওপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে, হত্যা, ধর্ষণের অভিযোগও করছে তারা। তবে মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে বলছে, ‘রোহিঙ্গা সন্ত্রাসী’দের বিরুদ্ধে তাদের সেনাবাহিনী লড়াই করছে। গত দুই সপ্তাহে যে রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন, তারা এসেছেন তিনটি জেলা থেকে, মংডু, বুথিডং, এবং রাথেডং।

এদের বেশিরভাগই নারী ও শিশু। তাদের অভিযোগ রাখাইনে সেনাবাহিনী তাদের ওপর বর্বর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে।

কিন্তু কারা এই রোহিঙ্গা মুসলিম?