নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে দিনাজপুরে মানববন্ধন

চলন্ত বাসে শিক্ষার্থী ধর্ষন ও হত্যা সহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষন ও নির্যাতনকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

আজ সকাল সাড়ে ১১টায় যৌন হয়রানি নিমূলকরণ নেটওয়ার্ক দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা বলেন, সারাদেশের এই শিশু ও নারী নির্যাতন বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবং নির্যাতনকরীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি