দুই বাংলার ছবিতে জুটি বেঁধেছে জয়া-চিরঞ্জিত
মানসিক সমস্যাকে কেন্দ্র করে থ্রিলার তৈরি করছেন কলকাতার পরিচালক অর্ণব পাল। বৃষ্টি তোমাকে দিলাম শিরানোর এই ছবিতে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আরও রয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত ও রাজেশ শর্মা।
ছবির নায়িকা বৃষ্টি স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার-এর রোগী। ডাক্তারের পরামর্শে বাইরে ঘুরতে গিয়ে সে এক দুর্ঘটনায় জড়িয়ে যায়। যা নিয়ে পুলিশ-আদালত পর্যন্ত জল গড়ায়। ছবিতে মনোচিকিৎসকের ভূমিকায় চিরঞ্জিত। আর বিহারি পুলিশের চরিত্রে রাজেশ শর্মা। রাজেশ ছবিতে হিন্দিতে কথা বলবেন।
কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কাজ করার পর অর্ণবের মতো নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে রাজি হলেন কেন জয়া? এই প্রশ্নের জবাবে ভারতের আনন্দবাজার পত্রিকাকে বাংলাদেশি অভিনেত্রী বলেন, গল্পটা বেশ ভাল লেগেছিল। আর আমার চরিত্রে ডার্ক শেডও আছে।