‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে, নৌকা মার্কায় ভোট দেন, নৌকার প্রার্থীকে বিজয়ী করুন। বৃহস্পতিবার রাজশাহী হরিয়ান সুগার মিল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এইসব কথা বলেন।
রাজশাহীর উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজশাহীতে সুগার মিল, সিল্ক ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে আছে, একটা সময় রাজশাহীতে আম, হলুদ ছাড়া কিছুই উৎপাদন হত না কিন্তু রাজশাহীতে কৃষির উৎপাদন বহুমুখীকরণ করা হচ্ছে।
রাজশাহী বিভাগে যেন আমিষের অভাব পূরণ হয় সে ব্যবস্থা নেয়া হবে বলে সরকার প্রধান জানান। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে উত্তরবঙ্গ থেকে মঙ্গা চিরতরে বিদায় নিয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও আর কখনো মঙ্গা আসবে না।
বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়।