শ্যামনগরে দুই দিন ব্যাপী ওয়াশ মেলার উদ্বোধন
বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তর, ওয়াল্ড ভিশন ও নবযাত্রা প্রকল্পের আয়োজনে দুই দিন ব্যাপী ওয়াশ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি আবুল কাশেম মোড়ল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য, বিদ্যালয়ের এস এম সি সভাপতি সুপদ কুমার বৈদ্য,মুন্সিঞ্জ ইউপি সদস্য ফজলুল হক,আকবর হোসেন পাড়, সেলিনা সাইদ, উৎপল জোয়ারদ্দার।
প্রকল্পের অর্গানাইজার আবু তালেবের পরিচালনায় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ওয়াশ অফিসার মোঃ সেলিম উল্লাহ, ওয়াশ অর্গানাইজার নুঝাত আফসানা লুবা, এটি এম কামরুজ্জামান,রবিউল ইসলাম,ফতেমা খাতুন প্রমুখ। মেলায় ওয়াটার এন্ড স্যানিটেশন সংক্রান্ত উপকরণ নিয়ে ৯/১০টি স্টল প্রদান করা হয়।
মেলায় ছিল কুইজ প্রতিযোগিতা, নাটক পুরস্কার বিতরণ সহ অন্যান্য অনুষ্টান।
রনজিৎ বর্মন, সাতক্ষীরা প্রতিনিধি