মিয়ানমারের রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে চরভদ্রাসনে মানববন্ধন

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নির্বিচারে গণহত্যা, গণধর্ষণ, নির্যাতন, পাষবিক অত্যাচার, নির্মমভাবে হত্যা ও দেশত্যাগের প্রতিবাদে বুধবার সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার সংস্থা উপজেলা শাখার উদ্যোগে ফরিদপুরের চরভদ্রাসনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে মানবাধিকার কর্মীরা ছাড়াও এসময় বাজার ব্যবসায়ীরাসহ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

পরে সদর বাজার জামে মসজিদের পেশ ইমাম ও মুফতি মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে ও স্থানীয় আ’লীগ নেতা মোঃ মোতালেব মোল্যার সার্বিক পরিচালনায় বাজার জামে মসজিদ থেকে শুরু করে উপজেলা পরিষদ পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে প্রায় কয়েক’শ মানুষের ১ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমান বৃদ্ধা নর-নারী, শিশু, যুবক-যুবতিদের উপর চলমান সব ধরনের নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগসহ রোহিঙ্গাদের দেশ ত্যাগ বন্ধ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্পদায়ের জরুরী হস্তক্ষেপ কামনা করে এবং এ বর্বরতার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত ও দেশটিতে বর্তমান চলমান গণহত্যা অবিলম্বে বন্ধ করার উপর বক্তব্য রাখেন, চরভাদ্রাসন হাট-বাজার মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদ মোল্যা, পাশ্ববর্তী হাজীডাঙ্গী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোঃ মানসুর, এম.কে.ডাঙ্গী মাদ্রাসার প্রিন্সিপাল ও হাফেজ মোঃ আব্দুল মান্নান প্রমূখের বক্তব্য শেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ হিসেবে আর্থিক সাহায্যে সংগ্রহ করার পর বাজার জামে মসজিদের পেশ ইমাম ও মুফতি মোঃ আব্দুস সবুরের বিশেষ মোনাজাত পরিচালনা করার মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি