ফরিদপুরের চরভদ্রাসনে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ব্যাপরীর ডাঙ্গী শ্বশুর বাড়িতে মঙ্গলবার রাতে গৃহবধু সোনিয়া আক্তার(২২)এর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতের চাচা শেখ পান্নু জানায়, ঘটনার রাত আনুমানিক ৯টায় সোনিয়ার স্বামী পান্নু তাকে ফোন করে বলে তার ভাতিজি সোনিয়া মারা গেছে। খবর পেয়ে রাতেই তারা ঐ বাড়িতে গিয়ে উঠানে তার ভাতিজিকে পরে থাকতে দেখে। সে সময় নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল বলে জানায় নিহতের চাচা। এছাড়া তার মুখের এক পাশে আঙ্গুলের ছাপের মত ও ঘরের মেঝেতে অনেক রক্ত পরে থাকতে দেখেন তিনি। তিনি দাবি করে বলেল, তার ভাতিজিকে মেরে ফেলা হয়েছে।

খবর পেয়ে চরভদ্রাসন থানার এস.আই স্বপন কুমার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও সকালে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং-৪ তাং ১৩/০৯/২০১৭ইং।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি