বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জুনিয়র টেবিল টেনিস

চতুর্থ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক জাতীয় জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে বৃহস্পতিবার। ২৬টি জেলা ও ৩ সার্ভিসেস দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বালক ও বালিকা দু’বিভাগে তিনটি করে ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো- বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৮) একক, দ্বৈত এবং দলগত। চার দিনব্যাপী টুর্নামেন্টে ১৩৫ জন বালক ও ৪৫ জন বালিকা অংশ নেবে

ঢাকা এবং বাইরের জেলাগুলোর খেলোয়াড়দের আসা-যাওয়া এবং থাকা ও খাওয়া ফেডারেশন বহন করবে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে সাড়ে আট লাখ টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক দিচ্ছে পাঁচ লাখ টাকা। প্রতিযোগিতা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।