কুড়িগ্রামে গাঁজা চাষী আটক!

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কোমরডাঙ্গি ভিটাপাড়া গ্রামে বাড়ির সামনের জমিতে চাষ গাঁজার গাছের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ৩ গাঁজা চাষীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

মঙ্গলবার আটক গাঁজা চাষী দীপচরন রবিদাস (৪৫), শংকর রবিদাস (২৫) ও সুখলাল রবিদাস (৫০) কে কুড়িগ্রাম কোর্টে প্রেরন করা হয়েছে। জানা যায়, সোমবার রাতে ওই গাঁজা গাছের সন্ধান পেয়ে অভিযান চালিয়ে জমিতে চাষ করা গাঁজার ২৭টি গাছ কেটে থানায় নিয়ে আসে পুলিশ। এসময়  উল্লিখিত ৩ ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঐ ৩ গাঁজা চাষী বাড়ির সামনের জমিতে যৌথভাবে গাঁজা চাষ করে আসছিল। এলাকার লোকজন জানতে চাইলে গাঁজা চাষীরা এগুলো ভিন্ন জাতের পাট গাছ বলে দাবী করে। কিন্তু জমির গাছ কেটে পানিতে জাগ না দিয়ে দুর্গম চরের বালুতে শুকানোর জন্য নিয়ে গেলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ সরেজমিনে তদন্ত করে নিশ্চিত হয় এগুলো পাট নয় গাঁজার গাছ। বাড়ির সামনে গাঁজা চাষের ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গাঁজা চাষের ঘটনায় আটককৃত ৩ জনকে আসামী করে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি