গণহত্যার প্রতিবাদে মিয়ানামার ফুটবল কোচের পদত্যাগ

রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম ‘গণহত্যার’ প্রতিবাদে শনিবার পদত্যাগ করেছেন দেশটির ফুটবল কোচ রেজা কোর্দি। নিজ অবস্থান থেকে এই নির্মম ‘গণহত্যার’ প্রতিবাদ করতে চান বলেই পদ ছেড়েছেন এই ইরানিয়ান কোচ। এমনটিই জানিয়েছে মিয়ানমার সংবাদমাধ্যম আইআর।

ফুটবল কোচের পদে বসে এরকম ‘গণহত্যা’ সহ্য করতে হবে বলেই পদত্যাগ করেছেন গত এপ্রিলে মিয়ানমার ফুটবল দলের দায়িত্ব নেয়া কোর্দি। খেলা এবং রাজনীতি একসঙ্গে চলতে পারে না বলে মত এই ইরানিয়ান কোচের, ‘আমি আর এই দেশে কাজ করতে চাই না। কারণ ফিফার নিয়ম-কানুনে বলা আছে ধর্মীয়-রাজনৈতিক বিষয়গুলো সবসময় খেলাধুলা থেকে দূরে রাখা উচিত। আমার কাছে মনে হয়েছে এখানে এসব বিষয় মানা হচ্ছে না। তাই মিয়ানমার ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আমি পদত্যাগের ই-মেইল পাঠিয়ে দিয়েছি।’

মিয়ানমার সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪০০’র বেশি রোহিঙ্গা মুসলিম। বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছেন এক লাখের বেশী এবং আরও পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।