উএস ওপেন টেনিসের পুরুষ এককের শিরোপা রাফায়েল নাদাল

ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের শিরোপা জয় করে নিলেন স্প্যানিস তারকা রাফায়েল নাদাল। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে নিজের তৃতীয় ইউএস ওপেন শিরোপা জিতে নিলেন রাফা।

২০১৩ সালের পর এই প্রথম একই বছরে দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন নাদাল। আর ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ১৯ গ্র্যান্ড স্লাম শিরোপা নিয়ে তার ওপরে আছেন কেবল সুইস কিংবদন্তি রজার ফেদেরার।

অথচ চোট নাদালের ক্যারিয়ারটাই এক পর্যায়ে হুমকির মুখে ফেলে দিয়েছিল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে গত মাসে ২০১৪ সালের পর প্রথমবার উঠেছেন র্যা ঙ্কিংয়ের শীর্ষে। এ বছরটা তাই তো অবিশ্বাস্য মনে হচ্ছে নাদালের কাছেও। এ নিয়ে নাদাল বলেন, ‘বিশেষ দুটি সপ্তাহ কাটল আমার। কয়েক বছর বিভিন্ন ঝামেলা, চোট, ভালো না খেলার পর এ বছরে যা কিছু ঘটল, এটা সত্যিই অবিশ্বাস্য।’

এদিকে ইউএস ওপেনের শিরোপা জয়ে চাচা এবং দীর্ঘদিনের কোচ টনির কথা উল্লেখ করে নাদাল আরও বলেন, ‘চোট থেকে ফেরার পর আমার জন্য তিনি যা কিছু করেছেন তার জন্য সত্যিই দিয়ে শেষ করা যাবে না। তিনি ছাড়া হয়তো আমি টেনিসই খেলতে পারতাম না। অবশ্যই তিনি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন।’