দিনাজপুরের হাজী দিঘীর মোড়ে ডিবি পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ

দিনাজপুর রামসাগর সড়কে হাজী দিঘীর মোড়ে ডিবি পুলিশের সাথে স্থানীয়দের কথা কাটাকাটির এক সময় সংঘর্ষ বাধে। এরই জের ধরে এলাকাবাসী সড়ক অবরোধ সহ বিক্ষোভ করে।

১০ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫টায় দিনাজপুর সদরের মহব্বতপুর গ্রামে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নুরুজ্জামান (২২) নামের এক ব্যাক্তিকে মারধর করার সময় এলাকাবাসী ফুসে ওঠে ডিবি পুলিশের সাথে বাক বিবাদের একসময় সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে নারী সহ ১০জন এলাকাবাসী ও ৪জন ডিবি পুলিশ আহত হয়। স্থানীয়দের অভিযোগ মাদক বিরোধী অভিযানের নামে ডিবি পুলিশ গ্রামের নারী পুরুষ সকলকে একাধারে মারধর করে। এভাবে প্রায় প্রায় এসে গ্রামবাসীকে পুলিশি নানা রকম হয়রানির শিকার হতে হয়। এরই ধারাবাহিকতায় গ্রামের সকলে রাস্তায় এসে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত ছিলো। এদিকে সন্ধ্যায় দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি