সিরাজদিখানে ১০ম শ্রেণির ছাত্রী ধর্ষণ, ফেসবুকে নগ্ন ভিডিও আপলোড
সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের একটি স্কুলের ১০ শ্রেণীর ছাত্রীকে (১৬) ধর্ষণ ও নগ্ন ভিডিওচিত্র ফেসবুকে আপলোড। ছাত্রীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় শুক্রবার একটি মামলা দায়ের করে। পুলিশ ধর্ষক মো. সুজন শেখকে (২৪) গ্রেপ্তার করে গতকাল মুন্সীগঞ্জ আদালতে পাঠিয়েছে। সুজন শেখ টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের আমতলী গ্রামের শামসুল হক (মতি) এর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মাস ধরে মেয়েটির সাথে সম্পর্ক হয়। এর পর তারা এক সাথে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩ মাস আগে মেয়েটিকে কৌশলে ধর্ষণ করে। এরপর মেয়েটি জানতে পারে ছেলেটি বিবাহিত। এরপর মেয়েটি যোগাযোগ না করতে চাইলে মেয়েটিকে হুমকী দেওয়া হয় যে নগ্ন ভিডিও ও অনেক ছবি রয়েছে ফেসবুকে দেওয়া হবে। তারপরও মেয়েটি তার সাথে সম্পর্ক ছিন্ন করে। ধর্ষক একটি ফেক আইডি খুলে ছবি ও ভিডিও প্রকাশ করে। উপায়ন্তর না পেয়ে মেয়েটি তার মাকে জানায়। এ বিষয়ে তার মা থানায় অভিযোগ করলে আসামীকে গেপ্তার করে আদালতে পাঠানে হয়।
সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মো. আবুল কালাম জানান, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ভীকটিমের মা বাদি হয়ে মামলা করলে রাতেই আমরা আসামীকে গ্রেপ্তার করি এবং শনিবার আদলতে পাঠাই। মামলা নং ০৬- তারিখ ০৮-০৯-১৭।
আল মাসুদ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি