স্বৈরাচার গল্পের পরম্পরায় বিশেষ টেলিফিল্ম ‘স্বৈরাচার কিংবা প্রেমিকা’
দুই ঈদ আগে বাংলাভিশনে প্রচারিত হয়েছিল ‘স্বৈরাচার’। তারই ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘স্বৈরাচার কিংবা প্রেমিকা’। এই টেলিফিল্মটি নির্মিত হয়েছে মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায়।
এই টেলিফিল্ম সম্পর্কে নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও দর্শকদের কথা চিন্তা করেই ভালো ভালো নাটক নির্মাণ করছি। ‘স্বৈরাচার’ করেছিলাম দুই ঈদ আগে বাংলাভিশনে। ‘স্বৈরাচার কিংবা প্রেমিকা’ আসলে ওই গল্পের একটা পরম্পরা। চলবে হয়ত আরও।’ ‘স্বৈরাচার কিংবা প্রেমিকা’- তে অভিনয় করেছেন আফরান নিশো, শার্লিন ফারজানা, শবনম ফারিয়া, মামুনুর রশীদ, তৌসিফ সহ আরও অনেকেই।
বাংলাভিশনে ‘স্বৈরাচার কিংবা প্রেমিকা’ নাটকটি প্রচার করা হবে ঈদের ৬ষ্ঠ দিন বেলা ২টা ১৫ মিনিটে।