রোহিঙ্গাদের নৌকা ডুবিতে আরও ৩ জনের লাশ উদ্ধার
মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার কারণে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রতি দিনই আরো হাজার হাজার শরণার্থী আসছে। মিয়ানমারে সেনা অভিযানের মুখে নৌপথে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের তিনটি নৌকা ডুবে গেছে। বুধবার ভোরে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত শাহপরীরদ্বীপ সৈকত এলাকা থেকে ছয়জন রোহিঙ্গা নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে বিজিবি-কোস্টগার্ড। এদের মাঝে চার শিশু ও দুই নারী রয়েছে। এ ঘটনায় আরও তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। টেকনাফ সীমান্তের নাফ নদীর মৌলভী বাজার এলাকা থেকে এক শিশু, লম্বরীঘাট থেকে এক পুরুষ ও আরেক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মরদেহগুলো উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির। নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় বুধবার সকাল থেকে এনিয়ে ৯ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার হলো।