মোস্তাফিজুরের বলে ওয়ার্নারের পতন

ব্যক্তিগত ১২৩ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের বলে ইমরুলের হাতে ক্যাচ তুলে দেন ওজি সহ-অধিনায়ক ওয়ার্নার। ওপেনিংয়ে নেমে ম্যাট রেনশ’র সঙ্গে ৫, স্টিভেন স্মিথকে নিয়ে ৯৩, পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ১৫২ এবং গ্লেন ম্যাক্সওয়েল মিলে ৪৮ রানের জুটি গড়ার পর শেষমেশ বিদায় নিলেন ওয়ার্নার। আজ ফিজের ২২তম জন্মদিন। নিজের জন্মদিনে সবচেয়ে বড় দেয়ালটাই ভাঙলেন টাইগার সেনসেশন।

তার আগে বাংলাদেশকে তৃতীয় সাফল্যের মুখ দেখায় রানআউট। দলীয় ২৫০ রানের মাথায় সাকিব আল হাসানের বুলেট গতির থ্রোতে কাটা পড়েন পিটার হ্যান্ডসকম্ব। পাশাপাশি ভাঙে ওয়ার্নার-হ্যান্ডসকম্বের ১৫২ রানের বড়সড় জুটি। আউট হওয়ার আগে ৮২ রানের ইনিংস খেলেছেন ওজি তারকা হ্যান্ডসকম্ব।

চট্টগ্রামের সাগরিকায় কয়েক দফা বৃষ্টির পর তৃতীয় দিনের খেলা শুরু হয়। অবশ্য দিনের অর্ধেকটাই চলে গেছে বেরসিক বৃষ্টির পেটে। দুপুর ১.১৫টায় শুরু হওয়া খেলা শেষ হবে বিকাল ৫.১৫টায়। তবে আলো থাকলে সন্ধ্যা ৬টা পর্যন্ত বল মাঠে গড়াবে। কমপক্ষে ৬৭ ওভার বোলিং করার সুযোগ পাচ্ছেন টাইগার বোলাররা।