চট্টগ্রামে বৃষ্টি শুরু, মাঠ ঢেকে রাখা হয়েছে

ভোর থেকেই চট্টগ্রামের আকাশ পরিষ্কার থাকলেও সকাল সাড়ে আটটার পর থেকে আকাশের রূপ বদলে গেছে। এখন চট্টগ্রামের আকাশ মেঘে ঢাকা। আর সকাল ৯.৩৫ মিনিটে বৃষ্টি নেমেছে স্টেডিয়াম ও তার আশে পাশে। মাঠ কর্মীরা আগে থেকে তৈরি ছিলেন, এখন তারা ব্যস্ত উইকেট ও আউটফিল্ড কাভারে ধাকতে।

সকাল পৌনে নয়তায় মাঠে আসা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বৃষ্টি শুরুর আগ মুহূর্তেও অনুশীলন করছিলেন। তবে বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে চলে গেছেন ড্রেসিং রুমে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, পাঁচ দিনই কম বেশি বৃষ্টির কবলে পড়বে চট্টগ্রাম টেস্ট। তবে প্রথম দুই দিনের খেলা ভালোমতোই শেষ হয়েছে। কিন্তু আজ এবং বাকি দুই দিনের কী হবে সেটা নিয়েই জোর শঙ্কা। খেলা শুরু হওয়ার কথা দশটায়। তবে বৃষ্টি ও আকাশের যা অবস্থা তাতে দশটা থেকে খেলা শুরু হওয়ার সম্ভাবনা নেই। আকাশে যে ধরনের মেঘ তাতে অবশ্য খুব ভারি বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিন্তু টানা বৃষ্টি হলেই মুশকিল। ঢাকাতে প্রথম টেস্ট ২০ রানে জিতে ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।

চট্টগ্রামে অজিদের তাই ডু অর ডাই লড়াই। আর এ লড়াইয়ে আপাতত কিছুটা এগিয়ে তারা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। আপাতত বাংলাদেশ ৮০ রানে এগিয়ে থাকলেও অজিদের হাতে আরও আট আটটি উইকেট। সাবলীল ব্যাটিং করছেন ওয়ার্নার (৮৮ রানে অপরাজি) ও হ্যান্সকম (৬৯ রানে অপরাজিত)।