সিরিয়ায় দায়েশ বিরোধী হামলা, নিহত ৮০০
রাশিয়ার বিমান সহায়তা নিয়ে সিরিয়ার সরকারি সেনারা অন্তত ৮০০ দায়েশ জঙ্গিকে হত্যা করেছে। সিরিয়ায় দায়েশের প্রধান ঘাঁটি রাকা উদ্ধার অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফোরাত নদীর তীরবর্তী রাকা উপত্যকায় দায়েশের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। হামলায় ৮০০ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি দায়েশের ১৩টি ট্যাংক, ২৯টি পিকআপ ট্রাক এবং উচ্চ ক্যালিবারের অসংখ্য মেশিনগান ধ্বংস হয়েছে।
রাকা প্রদেশের পূর্বাঞ্চলীয় গানেম আলী শহরের আশপাশে এই অভিযান পরিচালনা করা হয়। সিরিয়ার সেনাবাহিনীর দখলে থাকা শহরটির নিয়ন্ত্রণ নিতে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত দায়েশের একটি বাহিনী হামলা চালাতে গিয়ে পাল্টা আক্রমণের শিকার হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই অভিযানে জড়িত সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা এখন দেইর আয-যোর প্রদেশের দিকে অগ্রসর হয়েছে। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের আরেকটি দল দেইর আয-যোরে সংগঠিত হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।