সামরিক স্থাপনা পরিদর্শনে কোনো অনুমতি দেয়নি ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল হাসান ফিরুজাবাদি বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে ঐতিহাসিক পরমাণু সমঝোতা সই হয়েছে তাতে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের কোনো অনুমতি দেয়া হয় নি।

তিনি রোববার বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অনুমতি ছাড়া ইরানের ভেতরের কিংবা বাইরের কোনো ব্যক্তি এমনকি অনুমোদনবিহীন ইরানি কোনো সেনা কর্মকর্তারও ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি নেই।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সম্প্রতি ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেয়ার জন্য তেহরানকে অনুরোধ করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্যেরও নিন্দা করেন জেনারেল ফিরুজাবাদি। নিকি হ্যালির এ বক্তব্যকে পরমাণু সমঝোতা নস্যাৎ করার অপতৎপরতা হিসেবে দেখা হচ্ছে।

জেনারেল ফিরুজাবাদি বলেন, নিকি হ্যালি হলেন মার্কিন এজেন্ট যিনি নতুন ষড়যন্ত্র করতে চান এবং তিনি মিথ্যা কথা বলছেন। জেনারেল ফিরুজাবাদি নতুন ষড়যন্ত্র পাকানো বন্ধ করতে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই পুতুল নাচের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বর্ণবাদী সহিংসতা থেকে মানুষের মনযোগ ভিন্ন দিকে নিতে চান কিন্তু তিনি ব্যর্থ হবেন।