যুবকদের প্রতিরোধেই শত্রুরা পরাজিত হয়ঃ বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, যতদিন তার দেশের যুবকদের মধ্যে প্রতিরোধকামী মনোভাব অটুট থাকবে ততদিন শত্রুদের পরাজয় অব্যাহত থাকবে। রোববার দামেস্কে ‘প্রতিরোধকামী আরব যুব সমাজের’ দ্বিতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ায় সংঘর্ষ চাপিয়ে দেয়ার পেছনে শত্রুদের প্রধান লক্ষ্য ছিল ইসরাইল বিরোধী প্রতিরোধের আগুন নিভিয়ে ফেলা। কিন্তু এ কাজে তাদের শোচনীয় পরাজয় ঘটেছে।
তিনি সিরিয়ার যুব সমাজকে উদ্দেশ করে বলেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যুব সমাজের সামনে যে চ্যালেঞ্জ আসবে তা হচ্ছে দেশকে পুনর্গঠিত করা। তিনি বলেন, আগামী প্রজন্মগুলোর জন্য একটি সুখী ও সমৃদ্ধ সিরিয়াকে রেখে যাওয়া হবে যুব সমাজের প্রধান কাজ।
প্রেসিডেন্ট আসাদ আরো বলেন, শত্রুরা বহু বছর আগে থেকে সিরিয়ার ইসরাইল বিরোধী প্রতিরোধ ব্যুহকে ভেঙে দেয়ার পরিকল্পনা করে রেখেছিল। কিন্তু আজ প্রতিরোধকামী সেনারা শত্রুদের সে ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে।