অ্যানড্রয়েডের নতুন ভার্সন- অরিও

অনেক দিন ধরে জল্পনা-কল্পনা ছিল অ্যানড্রয়েডের নতুন ভার্সনের নাম নিয়ে। অ্যানড্রয়েড ৮.০ এর নাম কি হবে তা নিয়ে অনেক কৌতুহল ছিল। অবশেষে নাম পেল অ্যানড্রয়েডের নতুন ভার্সন। অ্যানড্রয়েড ৮.০ এর নাম অ্যানড্রয়েড অরিও। 

২১ আগস্ট পূর্ণসূর্যগ্রহণের দিন এক ইভেন্টে অ্যানড্রয়েডের ৮.০ এর নাম ঘোষণা করা হয়। অরিও নামে অফিসিয়ালি এটি চালু হলো। এই ভার্সনকে ও হিসেবে অ্যাখ্যা দেয়া হয়েছে। ওতে অরিও।

যদিও অ্যানড্রয়েড ৮.০ এর নাম অরিও হবে তার কিছুটা অভাসও পাওয়া গিয়েছিল। অ্যানড্রয়েডের আগের ভার্সনগুলোর নামও ডেসার্টের নাম দিয়ে। অরিও একটি চকলেট ক্রিম সমৃদ্ধ মিষ্টি বিস্কুট। এর আগের ভার্সনগুলোও মিষ্টির নামে ছিল। যেমন-ইকলেয়ার্স, ফ্রোয়ো, জিনাজারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলিবিন, কিটক্যাট, ললিপপ, মার্শম্যালো এবং সর্বশেষ ভার্সন ছিল নুগাট।

অ্যানড্রয়েড অরিওতে বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে আছে ন্যাটিভ ইন পিকচার মোড, উন্নত নোটিফিকেশন, স্মার্ট টেক্সট সিলেকশন, সিস্টেম অপটিমাইজেশন এবং উন্নত ব্যাটারির আয়ু।