ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৫ আগস্ট
পবিত্র ঈদুল আজহা পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ২৫ আগস্ট থেকে। ঈদফেরত যাত্রীদের জন্য অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি হবে।
সেখানে ২৫ আগস্ট পাওয়া যাবে ৩ সেপ্টেম্বরের টিকিট। ক্রমান্বয়ে ২৬, ২৭, ২৮ ও ২৯ আগস্ট পাওয়া যাবে ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট। অন্যদিকে আগামী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না। এছাড়া ঈদের আগে ও পরে যাত্রীদের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ট্রেনে ঈদের পূর্বে চারদিন ও ঈদের পরে সাতদিন চলবে।
এসব ট্রেনগুলোর মধ্যে রয়েছে
দেওয়ানগঞ্জ স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা।
চাঁদপুর স্পেশাল ১: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম।
চাঁদপুর স্পেশাল ২: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম।
রাজশাহী স্পেশাল: রাজশাহী-ঢাকা-রাজশাহী।
পার্বতীপুর স্পেশাল: পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর
এসব স্পেশাল ট্রেন ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।
শোলাকিয়া স্পেশাল ১: ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৌরববাজার ঈদের দিন চলাচল করবে।
শোলাকিয়া স্পেশাল ২: ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ ঈদের দিন চলাচল করবে।
এদিকে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।