নায়করাজের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবারে দোয়া মাহফিল

আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বনানী কবরস্থানে সমাহিত করা হয় নায়করাজ রাজ্জাককে। সমাহিত করার পর তার ছোট ছেলে সম্রাট জানান যে, আগামী শুক্রবার বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাজধানীর বনানী কবরস্থানে আজ সকালেই চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে নায়করাজ রাজ্জাককে। আগামী শুক্রবার গুলশানের আজাদ মসজিদে বাদ আসর তার আত্মার মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিল হবে বলে জানিয়েছেন নায়করাজের ছোট ছেলে সম্রাট। একই সঙ্গে বাবার মৃত্যুতে দেশের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন সেজন্য সকলের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন বাংলা সিনেমার এই অভিনেতা। দাফনের পর সম্রাট বলেন, ‘আপনারা আমাদের পাশে সব সময় ছিলেন। সে জন্য ধন্যবাদ। আমরা মেজ ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম। তিনি এসেছেন। আমরা তিন ভাই মিলে দাফন করেছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

আজ বনানী কবরস্থানে দাফনের সময় উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাকের তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট; চিত্রনায়ক উজ্জ্বল, শাকিব খান, ফেরদৌস, জায়েদ খান এবং রাজ্জাকের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় ৭৬ বছর বয়সে পৃথিবী থেকে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান নায়করাজ রাজ্জাক।