দল পরিবর্তন করতে নারাজ জিদান

যে দল আছে সেটাতেই খুশি রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। দল বদলের সময় শেষ হওয়ার আগে এতে আর কোনো পরিবর্তন চান না তিনি।

লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে রোববার প্রথম লড়াইয়ে স্বাগতিক দেপোর্তিভো লা করুনাকে ৩-০ গোলে হারায় রিয়াল। নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো না থাকলেও গ্যারেথ বেল, কাসেমিরো ও টনি ক্রুসের গোলে সহজ জয় পেতে বেগ পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

মোনাকোর ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে দলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল। তবে ৩১ অগাস্ট গ্রীষ্মকালীন এই বদলের দরজা বন্ধ হওয়ার আগে রিয়াল স্কোয়াড অপরিবর্তিত থাকলেই খুশি জিদান। এবারের দলগুলোর বদলের মৌসূমে  সান্তিয়াগো বের্নাবেউ ছেড়েছেন আলভারো মোরাতা, হামেস রদ্রিগেস ও দানিলো। আর নতুন আসা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন লেফট ব্যাক তিও এরনঁদেজ ও মিডফিল্ডার দানি সেবাইয়োস।

দেপোর্তিভোর বিপক্ষে জয়ের পর জিদান বলেন, “আমি এই দলটাই চাই, যেমনটা আছে। এটাকে আমি ভালোবাসি এবং আশা করি কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনি জানেন, ৩১ অগাস্ট পর্যন্ত যেকোনো কিছুই ঘটতে পারে।”