রুশ হামলায় নিহত ২০০ দায়েশ সন্ত্রাসী
সিরিয়ার দেইর আয-জোর প্রদেশে রাশিয়ার বিমান হামলায় ২০০’র বেশি উগ্রবাদী দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
রাশিয়ার বিমান হামলায় দায়েশের অন্তত ২০টি ভারী অস্ত্রসজ্জিত গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যানও ধ্বংস হয়। দেইর আয-জোরে দায়েশের অনেক বেশি তৎপরতা রয়েছে এবং সেখানে সিরিয়া ও রাশিয়ার বাহিনী প্রায়ই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
রুশ মন্ত্রণালয় বলছে, দেইর আয-জোর প্রদেশে বিভিন্ন দেশ থেকে আসা সন্ত্রাসীরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তবে সেখানে সন্ত্রাসীদের পতন হলে তা হবে তাদের জন্য কৌশলগত পড় পরাজয়।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com