সূর্যগ্রহণ নিয়ে মেগামুভি তৈরি করবে গুগল

সোমবার সকাল থেকে বিকাল নাগাদ সূর্যগ্রহণ দেখা যাবে। গুগল আর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সোলার একক্লিপস (সূর্যগ্রহণ) নিয়ে তৈরি করতে যাচ্ছে মেগামুভি। সোলার একক্লিপসের সময় মোট ১৩শ’ ফটোগ্রাফারকে তারা ছবি তোলার দায়িত্ব দিয়েছে

তাদের তোলা সেই ছবিগুলো দিয়েই মেগামুভিটি তৈরি করা হবে। সোলার একক্লিপস শেষেই অ্যালগরিদমের মাধ্যমে তৈরি করা ছবিটি পুরো যুক্তরাষ্ট্রজুড়ে প্রচার করা হবে।

তবে দেশটির সাধারণ জনগণও ছবি তুলে গবেষণার কাজে সহায়তা করতে পারবেন। সোলার একক্লিপসের ছবি পোস্ট করাতে গুগল অ্যান্ড্রয়েড ও আইএসও ব্যবহারকারীদের জন্য একটি অ্যাপও তৈরি করেছে গুগল। অ্যাপটির নাম দেওয়া হয়েছে মেগামুভি মোবাইল।

সূর্যের দূরতম আলোকমণ্ডলের ব্যাপারে গবেষণা করতে এই ছবিগুলো ব্যবহার করা হবে। সোমবার সকাল থেকে বিকাল নাগাদ যুক্তরাষ্ট্রের প্রায় সব জায়গা থেকেই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে দেশটির মোট ১৪টি প্রদেশের মানুষই কেবল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন।