আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ
আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের ৩৭তম আসর।চ্যাম্পিয়নশিপ উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম জানিয়েছেন চ্যাম্পিয়নশিপ ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার ও ট্রফি প্রদান করা হবে। চ্যাম্পিয়ন ২৫ হাজার ও রানার আপ ২০ হাজার টাকা প্রাইজমানি পাবেন।
দেশের দুই আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা, গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, রানার-আপ মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, তনিমা পারভীন, আফরোজা খানম বাবলী, জাতীয় জুনিয়র বালিকা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জমসহ ঢাকা শহর ও বিভিন্ন জেলা হতে আগত মহিলা খেলোয়াড়রা এবারের জাতীয় মহিলা দাবায় অংশ নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা, গাজী সাইফুল তারেক যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশ, মাসুদুর রহমান মল্লিক দিপু এবং চ্যাম্পিয়নশিপের প্রধান বিচারক মো. হারুন অর রশিদ।