নড়াইলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাশরাফি
এবার আর্থসামাজিক দিক দিয়ে অনুন্নত নিজ জন্মস্থান নড়াইলের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নড়াইল এক্সেপ্রেস নামে খ্যাত মাশরাফি। বুধবার সন্ধ্যায় নড়াইল জেলা পাবলিক লাইব্রেরি হলরুমে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজের ভবিষ্যত পরিকল্পনা জানান তিনি।
মাশরাফি বলেন, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করতে চাই। জেলার স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, পর্যটনসহ সার্বিক উন্নয়নে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের সামাজিক সংগঠনের মাধ্যমে জেলার উন্নয়নে কাজ করতে হবে।’
এ লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর ‘রান ফর নড়াইল’ নামে ম্যারাথনের আয়োজন করা হবে। সভায় মাশরাফি তার স্বপ্নের নড়াইল গড়ার লক্ষ্যে বিভিন্ন ইচ্ছার কথা ব্যক্ত করেন। প্রায় দুই ঘণ্টাব্যপী অনুষ্ঠানে মাশরাফিকে কাছে পেয়ে সবাই ভীষণ খুশি হন।
সভায় নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস.এ মতিন, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শরীফ মুনীর শরীফ, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো.মনিরুজ্জামান মল্লিক, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।