গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক!
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক বিক্রেতাকে গাঁজাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সিপিসি সদস্যরা। গ্রেপ্তারকৃত ওই মাদক বিক্রেতার নাম পারভীন আক্তার। পারভীন শ্রীপুর বিজয়নগর ব্রাক্ষ্মণবাড়ীয়ার মৃত রুপন মিয়ার স্ত্রী।
আজ শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯, সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এডি জেএম ইমরানের নেতৃত্বে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রোড এলাকা থেকে পারভীনকে গাঁজাসহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একজন খুচরা মাদক বিক্রেতা। তিনি ব্রাক্ষ্মণবাড়ীয়াসহ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মাদক সরবরাহ করতেন। পারভীনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।