লৌহজংয়ে পানি বন্দী মানুষের মাঝে খাদ্য ও ঔষধ বিতরন

মুন্সীগঞ্জে পানিবন্দি হয়ে পড়েছে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার কয়েক হাজার পরিবার বৃহস্পতিবার নিম্নাঞ্চলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পদ্মা তীরের বাড়িঘর জলমগ্ন ছাড়াও বহু ফসলী জমি তলিয়ে গেছে।

চর এলাকায় বানভাসি মানুষ দুর্ভোগে আছেন বেশী। কয়েকটি গ্রমের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এই সময়ে মাওয়ায় লৌহজং শ্রীনগর ভাগ্যকুল এলাকায় পানি বৃদ্ধি অনেক টা, জলমগ্ন হয়েছে।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুরে লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়ন এলাকায় পরিদর্শনে এসে বন্যা পানি বন্দী মানুষের মাঝে ১শ জনকে ৩০ কেজি করে চাউল , ২০জনকে নগদ ৫শ”টাকা করে ও ১শ জনের মাঝে ও ঔষধ বিতরন করেন এসময় উপস্থিত ছিলেন লৌহজং ভাইস চেয়ারম্যন মোঃ জাকির হোসেন বেপারী,মোঃ সৈয়দ কামরুল ইসলাম ,মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খাতুন, মোঃ মিজানুর রহমান চেয়ারম্যন,গাওদিয়া ইউনিয়ন পরিষধ, সহ বি এম , আনোয়ার হোসেন, প্রমুখ

আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি